আষাঢ়ে প্রথম বৃষ্টি


আষাঢ়ে প্রথম বৃষ্টি
মেঘ বোঝাই জল; করে ছল ছল
মেঘলা গগনে আজ
মেঘেদের ঢলা ঢল।


আষাঢ়ে নামলে ঢল
থৈ থৈ জলে খাল বিল; ঘোলা জলে কল কল
দিগন্তে ঐ কালো মেঘ বালিকার
চোখ আজ জলে ছল ছল।


রণরঙ্গিনী সাজ
যৌবনা মেঘ বালিকার; শরীর তার লজ্জাবতী লতা
হাওয়ার ছোঁয়ায় গড়িয়ে পরে
ঝর ঝর বৃষ্টির সুরেলা কোলাহল।


১৪২২/১, আষাঢ়, বর্ষাকাল।