এমনি করে যায় গড়িয়ে বেলা


এমন কেন হয়?
লজ্জাবতী লুকিয়ে যায় ঘাসে
তেপান্তরের মাঠ পালালে হেসে


দিগন্তে ঐ মেঘের পাঁজা
বৃষ্টি নামের ভালোবাসা ঠাসা
সযত্নে ধরে রাখে খাসা


আকাশের ঐ নীল সাজ
মেঘের ফাঁকে দিচ্ছে উঁকি কারা
নদীর পিঠে ভর করেছে জোয়ার ভাটা


এমনি করে যায় গড়িয়ে বেলা
রোদের পিঠে ঘুরছে মেঘের ভেলা
ডাক দিয়ে যায় গাও গ্রামে
তেপান্তরের মাঠ পেরিয়ে সবুজ নদের খেলা


১৪২২,২২-আষাঢ়,বর্ষাকাল।