এ কোন বিভ্রম স্বপ্ন ঘোর?


ঝমঝমাঝম বৃষ্টি ঝরে
আষাঢ়ে বাদলে,
সিমের মাচা ভিজে সিক্ত
ঝর ঝর বাদলে,
ডালিম ডালে ঝুলে বাসা
হাওয়ার দোল লাগে,
ভিজে সিক্ত টোনাটুনি
বৃষ্টির জল ঠোঁটে;


এমনি আষাঢ় ঘন বাদলে
উচাটন মন ঘরে নাহি রয়
উথালপাতাল বৃষ্টির জলে
কৈশরের বাঁধ ভাঙে রে


ভেজা খড়ে উনুন জ্বলে
ভেজা চালে ধুয়া উড়ে
সজনে ডালে ভেজা কাক
চাল কুমড়া চালে;


ঘরকুনো চড়ুই জোড়া
ভেজার ভয়ে কার্নিশে
খুনসুটিতে বেজায় দুটো
ভাব আড়িতে জম্পেস বাদলে;


কাদা জলে মাখামাখি
পথ ঘাট বনবাদাড়,
জল মাকড়সার জলে
ভেজা পথ তার,
টুপটাপ পেলে ছোঁয়া
লুকিয়ে যায় লতাপাতায়;


জোছনা মাখা আষাঢ়ে
বৃষ্টি এল ঝাঁপিয়ে, মেঘের দ্যোতনায় বাজ পরে
আলো ঝলমলিয়ে গর্জনে
এমন ওম ঝরা রাতে
কবিতার বিরহী যন্ত্রণা বাড়ে, সুখ স্মৃতি লেহন এ
এ কোন বিভ্রম স্বপ্ন ঘোর?


১৪২২,২৫ আষাঢ়,বর্ষাকাল।