যদি বন্ধু ভাবো তো!


যদি বন্ধু ভাবো তো!
তুমি, তোমায় কালের আঁধার জুড়ে
আচমকা ডাক শুনে পাখির
মনে পরবে সেই তুমি; কবিতায় আঁকা তোমায়
কবিতার অন্তমিল এ থাকবে তুমি


পাথরের ফাটল জুড়ে
ক্যাকটাসের অবাঞ্চিত ফুল
তোমারই মতো ধরা ছোঁয়ার বাহিরে
রইল চির কাল; হাওয়ার স্পর্শে
তোমার অভিমান বুকে আচমকা কেঁপে উঠে


জলবতী শেওলা ভাবে
না জানি কোন ভাটায় পরে মিইয়ে যাই
জলে নেই ভরসা; কালের স্রোতে ভাসান


তোমার সেই অভিমান আজও বেহুলার ভেলা যেন
বার বার সেই অবয়ব ভাসে টলটলে জলে
যদি বন্ধু ভাবো তো!


১৪২২/১৮,শ্রাবণ,বর্ষাকাল।