মেঘের ভেলায় কাশফুল আঁকা


বানের জলে টান ধরেছে
শরৎ এলো বলে,
দুলছে হাওয়ায় কলমি ফুল
শেওলা মাখা ঘাসে।


দিগন্ত পাড়ে মেঘে সারি
প্রজাপতি গান ধরে,
কাদা মেখে বুনো শালিক
খাবার খুঁজে মরে।


সাদা ফুল লাউয়ের মাচায়
কালো ভ্রমর জোটে,
ধান শালিকের খুনসুটিতে
কাঠবিড়ালী ছোটে।


মেঘের ভেলায় কাশফুল আঁকা
শরৎ গায়েও মাখে
চঞ্চল রৌদ্র শেষ বিকেলে
পাখিরা উড়ে সাঁঝে।


১৪২২/০৪,ভাদ্র/শরৎকাল