চিরদিন অচেনাই রয়ে গেলে


চিরদিন অচেনাই রয়ে গেলে,
হাওয়ার ডামাডোলে নিয়েছ নিঃশ্বাস
ক্ষণকাল গুনে গুনে বাঁচার প্ররোচনায়
যদি মিলে সেই তুমি;
আসবে বলে পথ চেয়ে চেয়ে
রাতদিনের প্রহর গুনা
নিঃসার অপেক্ষা; সুজন বাদিয়ার ঘাট এ
মেঠোপথে হল দেখা
চোখের আরশিতে ভেসে এল
কাঞ্চনজঙ্ঘার অমিয়,
নন্দন শৌকর্য প্রণম্য লীলায়।


পিছন ফিরে,
চোখের আরশি ভেজা জল;
বেহুলা সোহাগিনী
ঢের দেরি! বেলা যে ডুবে গেছে প্রহর খরায়
এমনি করে স্বপ্ন আহ্লাদ উবে যায়
নিঃশর্ত অভিমানে পথ বেঁকে যায়
খুঁজে ফেরা জনম ধরে; কাঙ্গাল
ধুলার সারথী হয়ে।


১৪২২/০৭, ভাদ্র/শরৎকাল।