কোথায় ছিলাম কোথায় এলাম?


কোথায় ছিলাম কোথায় এলাম?
ভাবনার বিষয় বটে,
আবার কোথায় যাব কোথায় রব?
মাথা খুলে না মোটে,


মনে কেবল রং ধরেছে রং লেগেছে
যেন স্বপ্ন ঘন আকাশ ভরা নীল, তারই পাশে রইছে দ্যাখো
আঁধার মহাশূন্য জোড়া, খেই নাই তার উপর নিচে
বিস্ময় অবাক করা।


এমনি যদি মনের বাহার
শুধু শুধু উড়াউড়ি সারা, দেখতে কিছুই পাই না মোটেই
গোলাক ধাঁধার মেলা, সেই মেলাতেই রইনু পরে
সময় যায়রে ছুটে।


যাওয়া আসার এমন তরো খেলা
যায় যে বেলা গড়িয়ে গড়িয়ে, উঠে নতুন বেলা
তবু কেন যায় না খরা? বাঁচা মরার এই যে খেলা
রইনু পরে শূণ্য বনের কোণে।


১৪২২/০৮, ভাদ্র, শরত্কাল