ঐ তো রইল পরে পায়ে হাঁটা পথ


ঐ তো রইল পরে পায়ে হাঁটা পথ
যুগল পায়ে কৈশরের উঠোনে হাঁটি হাঁটি পায়ে
পায়ের ছাপ আঁকা ধুলো আস্তরে।


সবে দুরন্তপনা শুরু
পথের দূর্বাঘাস মাড়িয়ে ঘাটে মাঠে আইল পথে
পিছনে ফিরে দেখা; ফেলে আসা পথের নিশানা
কত মোড় ঘুরে আঁকা বাঁকা পথ
সেই আবার একই পথে ফেরা।


চলতে চলতে পথ থমকে আছে সম্মুখে
পিছনের নিশানা মুছে গেছে; ফিরে দেখার নাই অবসর
এখন একই চেনা পথে হাঁটা
আঁকা বাঁকা পথ ঘুরে মোড় ঘুরে একই চেনা পথ
তবু এই চেনা পথ মাঝে মাঝে বড়ই অচেনা ঠেকে
সাঁঝ বেলাতেই আঁধারে ঢেকে ফেলে পথ
পথ বিভ্রম পথের মৌনতা পেয়ে বসে
তাই তো বোধের উঠান জুড়ে; আষ্ফলন তারা করে ফিরে
পথের ধারে পথ খুঁজতে, রইল পরে মহাকাল।


১৪২২,১৪,ভাদ্র, শরৎকাল।