জীবন রচে শুধু ভালোবাসাময়


আত্মচিৎকার সমুদ্রের ঢেউয়ের ফেনিল হাওয়া
শন শন বাতাসে গর্জন জলোচ্ছ্বাস জোয়ারের পূর্বাভাস
হাল ভেঙেছে মাঝির তীর জুড়ে সতর্কতার বাণী
জীবন লয় চায় না কেহ লোকালয় ঘিরে হইহুল্লোড়
আশ্রয়ে যাবার তরে প্রত্যয় নিয়ে ছোটাছুটি সাজানো ঘর
বাড়ি ছেড়ে ঘূর্ণি বিপাকের মহাপ্রলয় থেকে বাঁচার তরে
এমনি কত দুর্যোগ দূর্গম মরু গিরি সাহারায়?
বালুয়ারি মরু ঝড় তাপ দাহ হাহাকার তৃঞ্চা জল ক্ষুধা
দুর্ভিক্ষ খরা মঙ্গা প্রকৃত প্রদাহ কালে কালে যুগে যুগে।


শ্রেণী সংগ্রাম যুদ্ধ বিদ্রোহ কালে কালে যুগে যুগে
কত জাহাজ মাস্তুল গুলে ডুবেছে অতুল সমুদ্রে?
মরুর ধুলায় ঢেকেছে কত সুললিত প্রাসাদ ওমরাও
তবু ফিরে না সুকমল শৌকর্য মহারথীর সুকোমল যুগ
যে যুগে প্রেম অফুরান; জীবন রচে শুধু ভালোবাসাময়


১৪২২,১৫,ভাদ্র;শরৎকাল।