ভগ্ন তীরে থই থই জলে মৃত্তিকা পলির ঘ্রাণ


গোগ্রাসে গিলসে আশ্বিণের নদী,
যেন কবিতার এপার ওপার; পলকেই মুছে গেল খেয়াঘাটের পাটাতন
মুছে যায় হাজার বছরের চেনা পথ
যে ঘাটে হাজার হাজার পথিকের
পদধুলির ছাপ আঁকা মৃত্তিকা শরীরে; যেন কালে কালের জীবাস্ম
যাপিত কালে খেয়ামাঝির মগ্নতায় রুপকথা রসে
বসত বাড়ীর বংশ পরম্পরায়,
স্হানকালের শৈশবের স্মৃতি হারিযে যায়; ভগ্নস্মৃতি মরন দশায়
নতুন করে ইতিহাস যাপিত জীবনে জড়ায়


হারিয়ে যায় যাযাবর বেদের বহর,
খেয়াঘাটের সাথে গড়ে উঠা বেদের ভাসান পল্লি
সেথায় কেবল থই থই জল; যেন কবিতার বিরহ বাসর
অমরাবতির স্লোক ভেসে যায় ঘোলা জলের কলমি দলে
ভগ্ন তীরে থই থই জলে মৃত্তিকা পলির ঘ্রাণ।


১৪২২/০৫, আশ্বিণ/শরৎকাল।