খন্ডিত বাহনে যাপিত জীবন


ঐ যে সুদূর আকাশ পথে উড়ে চলে
শঙ্খচিল;
ছুঁয়ে দেখতে খুব ইচ্ছা হয় ওর শরীর, পালক
খোলা আকাশ, মাঠের পরে কুড়িয়ে পাওয়া
কসে পরা পালক!
পদ্যের খাতা, পাতায় চাপা দেওয়া
তাও প্রায় ২৮ বছর পেরুল; খাতার পাতার রং বদলেছে
হলুদে ভা, পদ্যের পাতা জুড়ে
ধূসর পালকের ছাপ এঁকেছে, অন্য পাতাগুলোতেও
ছুঁয়েছে তারই রং


আর সেই রং দিনে দিনে বছর ফুরালো,
তাই বোধ হয় পদ্যের বিরহে এখনও শঙ্খচিল উড়ে
প্রবঞ্চণার হাত ধরে; খন্ডিত বাহনে যাপিত জীবন


১৪২২/ ০৬, আশ্বিণ/শরতকাল।