শারদ কড়া নারে হেমন্তের দ্বারে


শারদ কড়া নারে হেমন্তের দ্বারে
ধান শীষের ফুলে ঘ্রাণ;
যেন মৌ মৌ লেগেছে দোল
নবান্ন আসবে বলে বাগ বাকুম কইতর ডাকে


উদাস সাদা মেঘ জমছে দিগন্তে
যেন ঐ গাঁও এ পাহার ঢলে আছে;
বাউরি বাতাসে চন্দ্নার ঝাঁক উড়ে
উড়াল ঘুড়ির উম্মাতালে


মাতাল হাওয়ায় মেতেছে ফড়িং
ঝাঁক বেঁধে উড়ে বাতাসের তালে তালে;
সবুজ ডগায় ভরা পুঁই মাচা
টোনাটুনির যেন লুকোচুড়ির ডেরা


বেলা শেষে লজ্জাবতী চুপসে গেছে
শিশির তনদ্রায় গা ধুয়ে দেয়;
ঘাসফুলে ঐন্দ্রালিক প্রজাপ্রতি
স্বপ্ন বুনোনে সম্মোহনের আশ্রয় খুঁজে


১৪২২/৩০,আশ্বিণ/শরৎকাল