হেমন্ত কথা


একই কর্ম কাল পেরিয়ে
নতুন হয়ে উঠে
হেমন্ত সেতো নতুন বলেই
অন্যরকম লাগে।


ভাঙ্গন ঢেলে,
নদীর পার তার পথ হারিয়ে
নিঃস্ব এখন দিশা হারা
ভগ্নদশায় মানুষগুলোর-
নিয়ে ছিল সব কেরে,
তারাও আজ নদীর মতোই
নিঃস্ব হতাশায় নিমগ্ন-
সর্ববাণে বিদ্ধ;
চূর্ণচুড় লালীমায়
স্বপ্ন দ্যাখো উঠছে জেগে
হেমন্ত এসেছে বলে।


১৪২২/১৬, কার্তিক/হেমন্তকাল।