প্রেম সঞ্চারিনী


বসন্ত মানে দক্ষিনা হাওয়ার পরশ
বসন্ত মানে দূর্বাঘাসে ঝরে পরা পলাশ
বসন্ত মানে কালো কোকিলের ডাক
বসন্ত মানে মেঠো পথের ধার ঘিঁসে আগাছার ঝাড়
বসন্ত মানে বাঁশঝাড়ে সাদা বকের দোল
বসন্ত মানে মৃত্তিকা দেহে বীজের নতুন ভ্রুণ
বসন্ত মানে কবিতার ফুল ঝুড়ি।


শূণ্য হাতে, বসন্ত যাপন
যে হাতে ষ্পর্শ ছিল প্রেম আড়ম্বর সুখ ছোঁয়া
সেতায় কেবল বিরহ অনাহারি কাঙাল; প্রেম বিনে বৈদেহিক জীবন
নক্ষত্র বিনা আঁধার আকাশ।


স্বপ্ন বুনে জোনাক আলো,
যত সামান্য স্বপ্ন যাপন কাল
প্রেম মর্ম বাসনা বিনে উৎসর্গ প্রত্যয়
যদি স্বপ্ন ফিরে! বসন্ত এসেছে দ্বারে
কি করে মুছিবে তারে!
সে যে কামিনী কামে ধন্য; প্রেম সঞ্চারিনী


১৪২২/১৮, ফাল্গুন/বসন্তকাল।