বৃষ্টির মেঘ সাজে


স্বপ্ন ছোঁয়া বড্ড জালায়,
ধূসর মেঘের মতো; আসবে তেড়ে কালো বর্ণের মেঘে
ঝড়ো হাওয়ার রুদ্র রুপ ধরে।
রোদে পোড়া ভষ্ম যত,
উড়বে ধুলো ঝড়ো মেঘের টানে; ঈশান কোণে ঐ কালো মেঘ
ধ্বংস লীলার রণরুঙ্গি সাজে।


বসন্তের বেলা শেষে চৈত্র মেঘের জটলা
দাবদাহে পুড়ছে দেশ শুকনায় রাঙা খরা; মৃত্তিকার শোক ধুলোর গরন
সজনে গাছে ছায়া নাচে মৌনতার উঠোন জুড়ে।


মেঘের উপর তার উপরে ঐ শঙ্খচিল উড়ে
যত দূর চোখ যায় ধু ধু মরিচীকা নাচে; সেথায় উড়ে শূণ্য মেঘ
তৃঞ্চায় উড়া উড়ি, হাওয়ার ঘূর্ণি জল বুনে, বৃষ্টির মেঘ সাজে।


১৪২২/২৯, চৈত্র/বসন্তকাল।