ফেলে আসা কোন এক বোশেখ


ফেলে আসা কোন এক বোশেখ
হটাৎ ভর দুপুরে, আচমকা ঝমঝমাঝম বৃষ্টি এসেছিল
বড় বড় বৃষ্টির ফোটা,
উঠানে ঝুলানো কাপড় ভিজে সারা
রোদে পোড়া ভিজে জল ছিল স্বস্তিদায়ক বটে।


উঠানে ধুলি মাখা জলে
চুড়ুই জোড়া ডানা ভিজে, শরীর ভিজিয়ে ছিল ছিটেফোট জলে
ধুলার আবিরে ঢাকা পুঁইমাচা,
ধুয়েছে ছিল যত সামান্য সবুজ পাতা
উনুনের খড়ের চাল ভিজে ছিল যত সামান্য।


সেই বোশেখ খরায় তুলসী গাছটার সবুজ পাতা
জল বিনে পরেছিল নেতিয়ে, চাইছিল ঝমঝমাঝম বৃষ্টি
চাতকী হা করে চেয়েছিল আকাশ পানে,
কখন পরবে এক ফোটা জল মুখে তার?
বোশেখ খরায় মেঘ ধিয়ানে গরিয়ে ছিল বেলা।


১৪২৩/০৪, বৈশাখ/গ্রীষ্মকাল।