স্বপ্নখরা ক্রান্তিকাল


ধ্বংসের মাসুল গুনতে
বিদেহি কাল; কত আর কাঁদবে বল?
যুগের পর যুগ যায়
ভূতলে ধুলার আবিরে ঢাকা পরে,
কালের পরিক্রমায়
বার বার মৃত্যু শুধু ইতিহাসের সাক্ষী;
এমন সবুজ মানব গ্রহে।


বড়ই বেমানান এই যে,
প্রাণীকূলের তুচ্ছ মৃত‌্যু; সভ্যতা যায়
সভ্যতা আসে
জীবন মুক্তির সেই একই দৈন্য দশা!
মুক্তি ফেরেনি কোন কালেই
শুধু স্বপ্ন আর আশার বান,
প্রতি পলে পলে; জীবন দীক্ষার পথে
আলো জ্বলবে বলে।


এমনি স্বপ্নখরা ক্রান্তিকাল জুড়ে
আকাশ পানে, রুপসজ্জা গুলে
ভূতলের কালজয়ী বিধৌত স্বর্ণবিলাসী বিভাস
ক্রান্তিকালের আতুর ঘরে, মুক্তির গান বাজাক।


১৪২৩/২২, বৈশাখ/গ্রীষ্মকাল।