বৈশাখে শিলা বৃষ্টি


মেঘের গায়ে ঝড় মেখে
বৃষ্টি এল ঝমঝমা ঝম,
বৃষ্টির ফোটায় বরফ কুচি
টিনের চালে টপটপা টপ।


থেতলে যায় পুঁই মাচা
ধুলো ভিজে কাদা,
চড়ুই ঝাঁকের কিচির মিছির
উঠোন জলে সাদা।


ভুতু সোনা বিস্ময়ে গালে হাত
শিলা বৃষ্টি দেখে,
ঝর ঝরিয়ে বৃষ্টি ঝরে  
শিলা গুলো যায় মিলিয়ে।


১৪২৩/২৪, বৈশাখ/গ্রীষ্মকাল।