সে দিনেও ঝড় বৃষ্টি হয়েছিল


এমন দিনে,
সে দিনেও ঝড় বৃষ্টি হয়েছিল,
ঝমাঝম বৃষ্টি, বাতাসের রুদ্ধরুপ।


কালো মেঘে আকাশ ছেয়ে গেল
ঈশান কোনে ঝড়ের তান্ডব বিজলী বাজায় দামামা
মেঘেদের যেন রূদ্ধরুপে রণাঙ্গনে
উজান ঠেলে আসছে ধেয়ে রণরুঙ্গিবেশে।


কে শুধাবে তারে?
কে রুখবে তারে?
এমন ধ্বংসের সমুখে দাঁড়িয়ে;
জীবন সংহার হবে জেনে জঁপে উর্দ্ধ শ্বরে রবের নাম।


এমন ধ্বংস এমন লয় তবু আকল খুলে না
পথভোলা পথিকের; বিভ্রম দিকবিদিক ছুটে
মরণের ভয়ে আশ্রয় খুঁজে বটে।


১৪২৩/৮,‌জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।