সেই তো ফিরলে


সেই তো ফিরলে,
মধ্যদুপুরে! শরীর যখন
তারই ছায়া জড়িয়ে;
আবরু ঢাকার প্রত্যয়ে দিক বিদিক ছুটছে।


যখন সাঁঝ গড়িয়ে,
মধ্যরাত! পূর্ণিমা স্নানে
আবেশ ভরা নিদ্রায় জোছনা বিবর
আলস্য ভরা চোখদুটো কসলাতে আড়মোরা ভাঙ্গে।


মেঘেদের ভোজবাজি,
বুকভরা জল! বৃস্টি তার
নির্ঝর গীত গায়;
আমলকি বনে বিদ্রুপ নেশার অম্ল ঘ্রাণ।


বেশ তো ছিল সব,
একটুখানি ঝড়! আচানক তান্ডব
নিমেষই সব তছনছ করে দিল তবুও
ফলদি জমিনে জলভরা মেঘেদের ভাসান স্বপ্নভেলা।


১৪২৩/১২, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।