নন্দিতার নন্দন সুখ


প্রত্যহ জবানবন্দির
এক মাত্র সাক্ষী ছিল; দীর্ঘ আকাঁ বাঁকা পথ
কত যে প্রত্যয় ছিল তার?


বেলা শেষে তা ঝরে গেল
ঘাসফুলের পাঁপড়ির মতো; কেউ ফিরে দেখনি যাকে
তারই দৈব দর্শক ছিল সাঁঝ


আরও কত স্বপ্ন উবে গেল?
ভাসান ভেলার মতো; যে দিকে বাতাস বহে
সেদিকেই তার নিত্য চলা


তারই ফেরারী পথিক
উজান বায়ু ঠেলে পথে হাঁটা; বাউল বাতাসে ভেজা মেঘ উড়ে
দিগন্তে ঐ চেনা পথ ধরে


নন্দিতার নন্দন সুখ
আকাশ তা নিল যে কেড়ে; উঠানে মরা শুকনা ডগার মাচা
আগাছা ভরেছে বিষন্নতায়


১৪২৩/২৩, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।