মৃত্যুর মগ্নতা ডুবে যায় মৃত্তিকা গহবরে


কোন কালেই,
রক্তের রং বদলে যায় না
যতই ঝরে পড়ুক! হন্তারকের হাতে
নিত্য নতুন তাজা টকটকে লাল রক্ত


সবুজ পাতা বদলায়, সময়, কাল বদলায়
ঋতুর রং বদলায়; সমাজ বিবর্তনে
নতুন নতুন অবকাঠামো সঞ্চালনে
যুগে যুগে একই লাল রঞ্জক ঝরে
মৃত্তিকা তা চুষে নেয় অবলীলায়


এমনি শিকলে গাঁথা,
কালে পর কাল মহাকালেও
একই লাল বেঞ্জন
বদলে যাওয়া কোন রং, কোন পরিবর্তন নেই?
শুধু পরিবর্তনের আদলে মৃত্তিকা শরীর
যুগ যুগ ধরে গিলছে র্নিদ্বিধায়
যেন পানিয় পানের নেশায়।


এমনি রক্ত লাল আভায় জীবন চাঞ্চলে বাঁচে
অন্যথায় নিথর শরীর; রক্ত ঝরা শরীরে বেরিয়েছে প্রাণ
মৃত্যুর মগ্নতা ডুবে যায় মৃত্তিকা গহবরে।


১৪২৩/২৫,জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।