ফিরে যাওয়া আধুনিক বুনুনে;


বার বার ভাঙ্গন ঠেকাতে
ফিরে যাওয়া আধুনিক বুনুনে;


আধুনিক সেতুতে ভাঙ্গনের প্রকপ মারায় না
জীববৈচিত্র বল? সংস্কৃতির পালা বদল বল?
প্রবাহিত বংশ ধারা প্রত্যয় বল?
পরিবর্তন, পরিসঙ্কর নিত‌্য?


তাহলে কেন আমরা বার বার ভাঙ্গনের মুখে পরি?
মিছে গাঁথা আধুনিক নামের জাল বনুন
খাবারের জন্য, মাকড়ষা সন্ত্রাস
হন্তাকর বেসে নিত্য প্রাণ মারা জালের ফাঁদে।


তাই বোধ হয় ফিরে না প্রত্যয়
সনাতন ঝুলিতেই বার বার মুখ থুবরে পরে রয়
জোয়ার ভাটার অভিমান; বার বার ফিরে
ফিরে না শুধু নিত্য আবহমান
ফিরে দেখা মেঘে ভাসা জলছবি।


১৪২৩/০৬, আষাঢ়/ বর্ষাকাল।