কবিতা-ত্রয়ী-০২


===০১
প্রত্যাশা ছিল যে আকাশকে ঘিরে
তাকে আর ছুঁতে পারলুম কই? সীমান্তঘিরে সদা যে
দ্বীপ জ্বেলে রাখে; সম্মুখ পথের ভয়
পিছন ফিরে সে পালিয়ে যায়।


পথেই পথের খেই হারিয়ে আকাশ পানে উম্মুখ চাওয়া
বিরহ বেদনায় নতুন পথে হাঁটবে বলে; উদ্ভ্রান্ত একাকি পথিক
পথের ধুলা গুলে সবুজ ঘাস মারিয়ে
জল ডুবা মেঘের উম্মুক্ত স্নানঘর।


===০২
ভুলে যাওয়া কত কি?
সময় অসময়ে পথ আগলে দ্বাড়ায়
ভাটার কঙ্কাল খোলসে
মৃত্তিকা দাহ সাঁঝ লালিমায়
চুপি চুপি মিলিয়ে যায়;
পুবের হাওয়ায় আকাশ ফর্সা হয়
সবুজ মাঠে উদাস রাখাল
স্বপ্ন মূয়খ পেঁচা ডোবার ধারে
আলখেল্লা আঁধার ঠেলে;
জলে জলছবি ধরে।


===০৩
সে তো অনেক আগের কাব্য
রসালো কথকে ঠাসা ছিল; ফুলের সুবাস মাখা ভালোবাসায়
সিক্ত দুদন্ড বসিবার আশ্রয়।


রাধা রাইয়ের বসিবার ঠাঁই কদম তলায়
বাঁসরী বাজিয়ে উম্মতাল বাসর; সবুজ বাগে মূয়র পেখম তুলে
উচাটন মন কেঁদে ফিরে রাই পাগলিনী।


ফিরে আসে প্রেম হন্তারক
শরীর জুড়ে মিলন জালাতন; ওষ্ঠে নিতম্ব ফুল মুর্চ্ছায় ব্যথিত
হে অনুরাগী প্রেম তপস্যা স্বপ্নচারী।


১৪২৩/১৪, আষাঢ়/ বর্ষাকাল।