শ্রাবণ এসেগেছে


কথার ছক আঁকা আকাশ নীলে
সমুদ্র জলের ফোটা ছুঁয়ে দিল অভিমানি
মেঘ বৃষ্টি।
বৃষ্টির ঝরে পরার সেকি তীব্র দহন?
রিম ঝিম ঝর ঝর অবিরাম মেঘের দমরু
বাজে খেয়া ঘাটে।


সবুজ পাতায় জলের ফোটা
দোল খায় এদিক ওদিক হাওয়ায় দোলে
ছিটে ফোটা জলে শরীর ভিজে।
ঘাসের আঁড়ালে লজ্জাবতী ভিজে
জলকেলীতে হাঁসের ছানার দল
নন্দন মূয়খ আঁকে ডুব সাঁতারে।


শ্রাবণ এসেগেছে,
ঝর ঝর বারিধারা মেঘ আকাশ ঢেকেছে
সুপিয় জলের তৃঞ্চার ঘুন্ঘুর পায়ে, মদিরতায়
রাতের জোছনা ঘুমিয়ে গেছে।


১৪২৩/০১, শ্রাবণ/ বর্ষাকাল।