শ্রাবণ ধারা


শ্রাবণ ধারার একি খেলা?
জলে থৈ থৈ,
ঘর বাড়ী যে বানে ডুবে
কষ্টের সীমা নেই।


গরু ছাগল যায়রে ভেসে
হাস মুরগীও তাই,
ঘোলা জলের বিড়ম্বনা এলো
স্বপ্ন পুড়ে ছাই।


খোলা আকাশ জুড়ে মেঘের ডুমরু
ঝর ঝর বারি ঝরে,
শ্রাবণ ধারার এমনি খেলা
সবুজ পাতায় স্বপ্ন বুনে।


১৪২৩/ ৫, শ্রাবণ/ বর্ষাকাল।