হাতে হাত রাখা


হাতে হাত রাখা যুগ যুগ ধরে
যুগের কান্ডারী,
এই হাতেই যত স্বপ্ন সম্ভার
এই হাতেই যত স্বপ্ন লুকানো পিতামহের প্রত্যয়।


যেন খোলা আকাশের হাত, নীলাভ আর্শ্বিবাদ
যেন সর্পদ করেছে কবিতা তারই হাতে
হাতে হাত রেখেছিল বলেই
জন্ম নেয়া পরম্বপরা দীর্ঘ ভালোবাসা।


সেই হাত ছিল জননীর;
সেই হাত ছিল প্রেমিকার;
সেই হাত ছিল বিদ্রোহ বজ্রমুস্টির;
সেই হাত ছিল জয় উল্লাসের;


আর এই হাত এখন শূণ্য ফসল হারা ভূঁই
মেঘ সজ্জার মতো বার বার স্বপ্ন বুনে
জল ঝরে নিঃস্ব হয় অবলীলায়; চোখের সীমানার
যত দূর নিশানা নিঃস্বার সেই খানে রিক্ত হাতে।


১৪২৩/ ০৯,শ্রাবণ/ বর্ষাকাল।