শ্রাবণে জলের উতল বিড়ম্বনা


শ্রাবণে জলের উতল বিড়ম্বনা
যাচ্ছে খসে ঘরে খুঁটি,
সর্বশান্ত ছিল যত সামান্য খুতি
তাও বানের জলে গেল ভেসে।
জাদুর মতো নাই হল
চোখের পলকে সাজানো বাড়ীঘর;
ভুমি খুঁজে একটু উঁচু
খোলা আকাশ তলে নিবিচ্ছন্ন খোলা আশ্রয়।


মানুষ নামের এই প্রাণীটির
অফুরান ধর্য্য, সাহস এত এত কষ্টের মাঝেও
ঘুরে দ্বাড়ানোর সে কি অদম্য বাসনা
নিঃস্ব হয়েও খোলা আকাশ পেয়ে
স্বপ্ন গাঁথে মনে মনে গীত গাহনের মুর্চ্ছণায়।


তবুও বাঁচে মানুষ
বার বার শত কষ্টের আগল খোলা দ্রোহ বুকে
বাঁচবার জন্য আবার সেই অপেক্ষা!
কখন ফুটবে আলো?
ক্রান্তিকালের তিমির কালো ভেদিয়া।


১৪২৩/১৮, শ্রাবণ/ বর্ষাকাল।