আসবে যদি ছিন্ন পাতায়


আসবে যদি ছিন্ন পাতায়
তাও আবার বর্ষা জলে সিক্ত
করতলে রাখতে; শেওলা জলে ভাসে
বর্ষা বাদলে
ঝরা ফুলের পাঁপড়ির শুদ্ধ স্নান
যেন কবিতার আগল খোলা; বিরহ রিমঝিম


ছিন্ন পাতা
সে তো ছিল মৃত্যু অহমিকা
মৃত্তিকা গায়ে প্রসাধন; বিপন্ন স্রোত


কূল হারা
দু'পাড় নদী বিবস্ত্র আজ ছিন্নভিন্ন
ক্ষয়ে যাওয়া ধ্বংস লীলা; মাছরাঙা বসে
ঢলে পরা সাঁঝে
মরা কঞ্চির বেঢপ কৌনিক দুরত্বে
বেহুলা লখিন্দর ভাসান ভেলা; মৃত্যু বিলাস


১৪২৩/১৯ শ্রাবণ/বর্ষাকাল।