পথের ইতিবৃত্ত


এমন হলে কেমন হয়?
ঘুরে ফিরে একই পথে
পথ চলা বল আর হাঁটাই বল
পথে শুধু রং লেগেছে
মাটির পথ; ইট সুরকির পথ


মেঠপথ এখন বর্ষা জলে থৈ থৈ
কোথাও আবার পাকা পথও ডুবেছে
কোথাও আবার ভাঙ্গনে বিলীন
এইতো কিছুদিন পর আবার
সজাগ হবে; সেই পুরানো পথ
নতুন নতুন মাঠ মাড়াইলেও
পথের দিশা আর নিরবতা
কিন্তু একই; উদাস পথিকের পথ


পলির কাদা জলে
পথিকে পায়ের ছাপ আঁকা
বৈরি পথের নতুন নির্দেশনা
কালে কালে এমনি পথের
উত্থান পতনে যেন নন্দন ঐর্শ্বয্য
মৃত্তিকা বুকে; পথের ইতিবৃত্ত


১৪২৩/ ২৪শে শ্রাবণ/বর্ষাকাল।