তোমার বন্দকি প্রেম


তোমার বন্দকি প্রেম
আগলে রাখা জীবন ভর
কি দায়? কার দায়?
কিসে এর বইবার ভার?
যেন বেনামি দলিল দস্তাবেজ
একই নামে রইল সারাটি জীবন।


ভাললাগার এ কোন রশিকতা?
তার মাশুল গুনতে হয়
বংশ পরম্পপরা।
চাঁদ বিনে রাতের খড়া
আঁধার ক্ষণ যায় চলে নিরবে
এ যে পুন:পার্বণ স্বপ্ন ভোর।


তাই যদি হয;
বন্দকি প্রেম, আজন্মের লাল ফিতায় আঁটা
ধুলা ঝেঁড়ে স্মৃতির আগল খোলা
উদাস আকাশ বন্ধুর বেশ
চঞ্চল হাওয়া কয় কানে কানে
বিরহ অনলে পুড়ে বাঁচার সাধ কেন জাগে?
তৃঞ্চার আরধ্য প্রেম স্মৃতির আঁধারে বাঁচে।


১৪২৩/০১, ভাদ্র/শরৎকাল।