স্বপ্নভ্রম নাকের ডগায় পিছুটানের রেখা টানে


এমনি কত মায়ার টান?
ছিঁড়েছে কত এমনি এমনি হেলায় ফেলায়?
সময় কেন তার গান শুধু বাজায়?
বাজায় পুনঃ পুনঃবার!
ফিরে আসে নতুন কালে ছদ্মবেশে।


সেই ছদ্মবেশ এখন আর আনকোড়া নেই
ময়লা যাপন, ধুলার গাত্র দাহ অঙ্গজুড়ে
কেই বা ঠোঁটে বিদ্রুপ ঠুকে একলহমায়
কেই বা অবাক চোখে তাকিয়ে রয় বোকা বুনে।


ঝরনার জল,
পথার গায়ে আঘাত হেনে
মিইয়ে যায় নিত্য দিন; এমনি করে
কাকতালীয় কত মায়া ম্যাজিক বুনে হাওয়া!


হাওয়ার কথাই যদি শোন?
শুনতে কি পাওয়া আদি অন্ত? কোথায় সেই মায়ার টান?
ধরছে টেনে পিছু টান; চোখখুলে যেই তাকালে
স্বপ্নভ্রম নাকের ডগায় পিছুটানের রেখা টানে।


১৪২৩/৫, ভাদ্র/শরৎকাল।