খন্ডিত চাওয়া


দুপুর রাত কুকুরগুলো নিদ্রাহীন ছুটাছুটি
আঁধার রন্ধ্রে রন্ধ্রে অগোচাল বিদ্রুপ যেন
চাওয়া তো ছিল তার; অমোঘ জোছনা ভাসা
রন্ধ্রের কালো টুটবে এবার।


অথচ আঁধার ভাবতেই পারে না, এমনি
চাওয়ার বাসনা মিলবে আচমকা।
আধেক আকাশ দিগন্তে ঢাকে; চাইলে তা
পিছে সরে যায় পথের দুরত্ব সম্ভার।


এমনি পথে পথে ফুরায় পথিকের চাওয়া
খন্ডিত বেলায় খন্ডিত বাসনা পোড়ায় চিতার মহিমা।
চেনা অচেনা পথে আধেক চাওয়ার চিহ্ন আঁকে
যা চাই তা আকাশে আকাশে বাসনার ঐশ্বর্য্য ভাসে।


সে তো নিঃস্ব এখন বিন্দুতে ঠেকেছে
খন্ডিত বিবর রাত দিনের মতো আধেক স্বম্বল
ভাগাভাগির যুতসই লড়াই যুগ যুগ ধরে সরব
ক্ষয়িঞ্চুকালে এমনি বিভক্তির আকড়।


১৪২৩/০৯, ভাদ্র/শরৎকাল।