চারিদিক এখন শুধু স্বপ্নপোড়া গন্ধ


চারিদিক এখন শুধু স্বপ্নপোড়া গন্ধ
যার আকাশ ছিল,
স্বপ্ন দিঘল তেপান্তর;
তর তাজা ক্ষয়ে যাওয়া মেঘের মতো ছন্নছাড়া


যেন পৌষে শিশির ভেজা
ধানের ক্ষেতে নাড়া পোড়ানো; পাঁচ গাঁও জুড়ে
ধূসর বিবর্ণ ধুঁয়া ছড়ানো কুন্ডলী দিগন্তে
যানান দেয়, নিঃশেষ আজ
ধীবর জালে গরিয়ে পরা জল।


নিত্য পরছে খসে ঐ যে,
ঐ তারাটার পাশে
ছিল যে, জ্বলজ্বলে নক্ষত্র
আধেক আলোয় নিভু নিভু; সে ছিল পরম প্রিয়
আদরে ভালোবাসার!
ভার্চুয়াল ছিল বটে, ছোঁয়া যায়না মোটে
তবুও নেশা ছিল পরম পাওয়া; কবিতা
আর কবিতায় যত সামন্য স্বপ্ন বেঁচে রাখা।


১৪২৩/১৫, ভাদ্র/ শরৎকাল।