যদি চাই, দিগন্ত ঐ


যদি চাও, দেবদারু
হাওয়া দিবে দোল; দক্ষিণের মাতাল বাতাস
খুলবে সব দোর।
আকাশ নিলে, মেঘের চাতাল
রুপের ঝালর সাদা নীলে; সাত রঙ এ মাখবে আলো
উড়ে উড়ে মেঘের বাসর।


ফড়িং ডানায়, উড়া উড়ি
উজান হাওয়ার মুখে; সাঁঝ লালিমায় স্বপ্ন ছোটা
পাখির ডানায় আঁকে।
ঘাস ফুলের, সাদা পাঁপড়ি
পরন্ত বেলায় ছায়ার লুকোচুড়ি; মেঠপথে পথিক হাঁটে
দিগন্ত ছোঁয়া ঐ উদাস মাঠের পরে।


যদি চাই, দিগন্ত ঐ
পথের নিশানা ছুঁয়ে; শুধু হাত বাড়িয়ে দেখিয়ে ছিলে
ঐ চেনা গাঁও টার পরে।


১৪২৩/১৯, ভাদ্র/শরৎকাল।