রংতুলিতে পাখির ঝাঁক আঁকে


ভুতু সোনার মনটা ভার
কথা কয় না বেশী,
জল রং ভিজে রংতুলিতে
করে মাখা মাখি।


ক'দিনেই যে বর্ষা ফুড়াল
মেঘের বাদল কই?
ছোট্ট নায়ে শাপলা ভরা
রংতুলিতে আঁকল যেই!


ফিরে এল শারদ বিকেল
সাদা মেঘের ভেলা,
নদীর ধারে কাশবনের ঝাড়
সাদা ফুলের মেলা।


ফুড়িয়ে যাওয়া বর্ষা বানে
তীর ভাঙা নদী কাঁদে,
চর জেগেছে ঐ যে দূরে
রংতুলিতে পাখির ঝাঁক আঁকে।


১৪২৩/২০, ভাদ্র/শরৎকাল।