জলমাকড়সা


         জলমাকড়সা,
জলের উপর দিয়ে হেঁটে যায়
         ছুটার ছন্দে;
পলক পরতে না পরতেই।


       নিষিক্ত মেঘ,
উম্মাতাল প্রসব যাতনা
        দিগন্ত ছুঁয়ে;
হাওয়া দাপিয়ে বেড়ায়।


         টিপ টিপ বৃষ্টি,
পদ্মপাতায় ঝম ঝমাঝম
       আগল খোলা মৌণতা;
ছুঁয়েছে জলমাকড়সা।


১৪২৩/৪, আশ্বিন/শরৎকাল।