তৃষ্ণাঘোরে জীবন ভর


তৃষ্ণা তপস্যায় সাধু,
একদা নাকাল
অমবস্যার রাতে চুপি চুপি শুধু আঁধার গিলে
তৃষ্ণা নাহি যায়,
অগত্যা জোছনা হন্তারক।


নৈতিকতার যাবর কাটে,
কি করে দিনের আলো ঢাকে?
নীল অম্বর জুড়ে কুন্তুল ভাসা ভাসা মেঘ
অজাচিতের স্বপ্ন কথা,
ছড়িয়ে যায় মুখে মুখে।


উজান বেলা ভাটিতে গড়ায়,
নন্দন সুখ মৈথনে
অনলে জ্বলে আপতকালের কবিতা সংগ্রহ
যদি ভাবো প্রেমে নেই!
তয় তৃষ্ণা বাঁচে কিসে?


১৪২৩/০৫, আশ্বিন/ শরৎকাল।