নগর জুড়ে স্বপ্ন দাহ


যদি জানতে, নগর যাতনায়
       বৃষ্টির ক্রন্দন!
পথিক তার ভাবনা গুলে-----
      অন্তর দহনে পুড়ে!


-------জল ধোয়া ফুটপাত
কাঠবাদামের,
    চিতল সবুজ পাতার গাছ ছাতা ধরে
নিরবে বৃষ্টিতে ভিজে ভিজে।


পোশাকি রুপসজ্জা রং দেয়া ঝালড়
     ক্রংক্রিটে নোনা মায়া
স্বপ্নখোরা নোনা ধরা আদল
         নিত্য ধীর লয়ে খসে পরে---!


জলডুবা কুমির চোখে
        নগর উল্লাসে সাঁঝ নেতিয়ে পরে
জলে ভেজা স্যাঁত স্যাঁতে আশ্বিন!


-------চকচকে নগর,
      রাতে তার শরীরে বর্ণিল রুপান্তর;
প্রবঞ্চনার প্রলেপ মাখা মরিচীকায় ঢাকে।


১৪২৩/০৬, আশ্বিন/ শরৎকাল।