যদি তুমি চাও


যদি তুমি চাও
পৃথিবীটা হবে সুন্দর!
সবুজ ঘাসের মতো তুলতুলে তেপান্তর
জল কেলীতে হাঁসের ছানারা, বিদ্রুপ, উল্লাস
ডুব সাঁতারে মাতোয়ারা।


মেঠো পথ পেরিয়ে,
যায়রে পথিক পবন;
উজান বায়ু বুকে বাজে, পিছনে ফেলে বাউরি বাতাস
কথা কয় ঐ লাল ডানার ফড়িং
পুঁই মাচায় বসে সাদা প্রজাপতি।
ঝরা সজনে পাতায় উঠান ভরে
কইতরের বাগবাকুম;
আধেক শুকনা খরে জ্বলা উনুন ধুঁয়ায়
বধুয়ার লাল চোখে যতনার জল গরিয়ে পরে।


দীর্ঘ ছায়া জলে,
জলছবি ভাসে; বাতাসের বিদ্রুপ, কাঁপনে
বিলি কেটে যায় নির্মল ছায়ায় জলের ঢেউ
---কথা রাখে না কেউ!
ছায়া জলের বায়ুর মতো
-----মিলিয়ে যায়
-------হারিয়ে যায়
---------মিশিয়ে যায় নিত্য-----।


১৪২৩/০৭, আশ্বিন/শরৎকাল।