এপার ওপার প্রেম বিরহ


কতদিনের
কত কথা?
বায়ু জলে মেঘে মেঘে
রৌদ্র জলে ভাসা ভাসা।


নদীর এপার
কয় যে ডেকে?
দিনে দিনে তুই গেলিরে দূরে
বালু চরে যে বুক ভরালি
পর করলি যুগে যুগে।


স্রোতের গানে ঢেউয়ের গর্জন
মনমাঝি যে ডোরে কান্দন;
শক্ত হাতে বৈঠা ধরে
স্বপ্ন উড়াল বাদাম তুলে
উজান ঠেলে যায়রে বেয়ে,
কোন ঘাটে যে ভিরে তরী?


এপার ওপার প্রেম বিরহ
ঘোলা নদীর জল,
আসবে ফিরে কবে আবার?
জল ছুঁয়ে তুই বল।


১৪২৩/০৯, আশ্বিন/ শরৎকাল।