কালের কঙ্কালে স্বপ্ন ঝুলে রয়


মরুর বালুয়ারী,
ঢেউ খেলানো বালুকা বেলায়
সাঁঝ লালীমায়,
উম্মাতাল বর্ণিল তাবর নেশা
কবিতার গা চুঁইয়ে,
পরছে তখনো মেষক অাম্বর
জোঠাধারি পথিক সজ্জন,
আত্মমগ্ন নেশায় ডুবে।


বালুকা সজ্জায়,
নীলাভ নির্লজ্জ জোছনা বিভাস
আচমকা বিদ্রোহ,
ক্ষ্যাপা যুগোল ঠোঁটের দ্রোহ
মহা প্রলয় কালেও,
ভেসে যায় পিতামহের অঙ্গিকার
জীবন আর বোধের,
বিদ্রোহ বার বার খন্ডিত চাওয়া।


মিছেমিছি এ কোন আক্ষেপ?
রাত্রি যাপনে মরু সাহারায়
কদাচিৎ ভুতুরে আঁধার,
কালের কঙ্কালে স্বপ্ন ঝুলে রয়।


১৪২৩/১০, আশ্বিন/শরৎকাল।