দূর বহুু দূর


চিনবে কি আমাকে? কত হাজার বছর পরে?
নদীর মতো এপার ওপার করে, কত বাঁধভাঙা যৌবন পেরিয়ে?
নিত্য নতুন জোয়ার ভাটায় নিথর নিষ্ঠায়, নির্দিধায় শুকিয়ে
নতুন পুরাতন পথ মিলিয়ে চলে যায়, দূর বহুু দূর।


দূরে, মাঠের নিশানা পেরিয়ে, হিজল দাঁড়িয়ে একাএকি
অপার্থিব্য অকর্মা ধু ধু মরীচিকা রাশি রাশি, সমুখে প্রার্থিব্য
চেনা চেনা দূর্বধ্য অবয়ব আঁকার চেষ্টা, বার বার ফিরে একই
আকাশ কোণে লুকিয়ে থাকা, চাঞ্চল্য অজস্র অজস্র ঐর্শ্বয্য
সেখানেই তুমি হেরে গেলে, অহমিকার পূরহার সু-চতুর লোভ।


১৪২৩/২০, আশ্বিন/শরতকাল।