চেয়ে চেয়ে বৃষ্টি তাই


         সে দিন ছিল,
কাদা মাখা বৃষ্টির দিন; আমলকির বনে
        স্যাঁত স্যাঁতে বৃষ্টি কাঁদে।


        বাঁশ ঝাঁড়ে পাতাগুলো তার,
হাওয়ায় কাঁপে; কাঁপন সিক্ততায়
        ভেজা সাঁঝে পাতার নপুর বাজে।


        ভেজা পুঁই মাচা,
উন্মুখ বৃষ্টির ছোঁয়া; লকলকে কচি ডগার পুঁই
        শরীরে তার জলের ছিটেফোটা।


        ভেজা ডালিম তলে,
পাঁপড়ি ঝরা পাতা; টোনাটুনি বাসায় থাকে চেয়ে
        খুনসুঁটির নিবির আহল্লাদে।


        চেয়ে চেয়ে বৃষ্টি তাই,
মেঘ ছেড়ে নিয়ে ছিল বিদায়, আসব ফিরে যদি চাও
       নিঃশেষ করিতে ভালোবাসা তোমার।


১৪২৩/২৩শে, আশ্বিন/শীতকাল।