আসবে বলে এই শারদে


আসবে বলে এই শারদে কথা দিয়ে ছিলে, নদীর মতো
জোয়ার ভাটা তোমার বিরহ পোড়ায়।
ধবল মেঘের কাশফুল সাদা বেশ, রূপকথার ঐ
রাজকন্যা সাজা যেন তোমারই অপূর্ব বেশ।


দিগন্তে ঐ মেঘের সাজ সাতসকাল জুড়ে, দিঘীর ঐ
স্থির জলে মৃদু হাওয়া ঢেউয়ে বিলি কাটে।
বাড়ছে বেলা সাদা মেঘে আলোর খেলা, ঐ আলোতে
চঞ্চল হাওয়া খেলছে লুকোচুড়ি সারা বেলা।
হিজল তলে স্যাঁতস্যাঁতে পাতায় পিঁপড়ের ঢিবি, পথে ঐ
সারি সারি দল বেঁধে আপন মনে চলি।
সন্ধ্যা তারা সাঁঝের মায়া লালিমায় রাঙা বেশ, ঐ জোনাকি
জ্বালবে আলো ঝোপঝাড়ে তাই দিচ্ছে উঁকি।‌


এই শারদে আঁজলা ভরে চন্দ্রাবতীর প্রেম, লুটে নিতে
এলো লুটেরা যত লুটছে প্রেম অবিরত।
রইলে পরে কোন সুদূরে? লক্ষ যোজন দূর, তৃঞ্চায় ঐ
বুক পুড়ে যে তোর তুবও নাহি রচে জল।


১৪২৩/২৫, আশ্বিন/ শরৎকাল।