শরতে বৃষ্টি


শরতে বৃষ্টি নামল হটাৎ করেই
সাদা মেঘের কলাহল ছিল,
সেই সাত সকাল হতেই, আকাশ জুড়ে
সাদা ধূসূর ধুঁয়ায় কালো মাস্তুলে যেন বৃষ্টির পাল।


ঝর ঝর করে ঝরছেতো, ঝরছেই
থামবার জো নেই, লজ্জাবতী তো ভিজে জবুথবু,
চুপছে গেছে নেতিয়ে পরেছে কাশফুল।


কাশফুল বন বড়ই উষ্কুখুষ্কু
শরতের মাদকতা হারিয়েছে; কাশবন এখন
সাদা মাচা যেন, অকস্মাৎ বাঁধবে বাসা টুনটুনি।


মেঘ পালালে রৌদ্র এলো হেসে, তেড়ে
হাওয়ার তালে তালে, কাশবন উঠল আবার জেগে
শরৎ বলে; এই যে আমার শুভ্র মাদকতা!
কোন দেশেতে গেলে বল পাবে?


১৪২৩/২৮, আশ্বিন/ শরৎকাল।