এবার খোলা আকাশ দেখার পালা


ভালবাসতে গিয়ে পরলে মুখোশ
যদিও নতুন ধাঁচের বদল, বলতেই হয়
মুখোশের আঁড়ালে লুকিয়ে গেলে খুব সহজে; আলো
আঁধারের মতো ভুতুরে জীবন।


স্বস্তিতে আছো তবও? না কি সেখানেও মুখোশ
পরেছ?  অভিনয়ের আদলে; এ জীবন বড্ড কষ্টের
তুমি ঠকবাজির বৃত্তে বন্দি, এখানে শুধু ক্ষয়ে যায়
ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয় না যাপিত কাল।


যাপিত কালে সেই যে মুখোশে ঢাকা!
ঢাকনা আর উম্মোচন হয় না কখনও
বেলা বাড়ে, সময় গড়িয়ে মহাকালে অন্তর্ধান; তবুও মিলে না
ফুড়ায় না প্রত্যাশার আলো।


সেই টুকু আলোয় জীবন বাঁচে
উলুবনে মুক্ত ছড়ানোর মতো বদলের ধাঁচ পাল্টায়
যাপতি কালের প্রদাহ ছক আঁকে বলেই; যাতনায়
বিরহে ,এবার খোলা আকাশ দেখার পালা।


১৪২৩/৩০, আশ্বিন/শরৎকাল।