কালের দান


আকন্দ ফুলের গন্ধ ছোটে, জোছনার ফেরি
করা রাতে, জোনাকিরা পালিয়ে বেড়ায়।


আকাশে তারা ভরা আলোয়, নিরন্ন অসহায় মৃগয়া
কুস্তরী যাতনায় ছুটে বেড়ায়; উর্দ্ধশ্বাসে
পথে তাকাবার জো নেই যে তার।


সদাগরি নৌকা আসবে, কোন এক কার্তিকে?
সদাইপাতি সেরে; ঠিক তুলে নেবে তারে, গ্রহন লাগা কালে
পথ গুনে গুনে কাঁদো নদী কাঁদো পারজুড়ে, কালের দান।


উঠোনে হাসের পালক উড়ে, হাওয়ার দোল
আকন্দের ঝুমকো ফুলেরা; ভ্রমর গুন গুন গান গায়
সজনে ডালে বুলবুলির তিনটি ছানা, আকুলতায় ডাকে।


১৪২৩/০২, কার্ত্তিক,হেমন্তকাল।