পাঠশালা


ভালোবাসা কেমন জিনিষ?
কেমনে তারে শেখা যায়? ধরা ছোঁয়ার আদল কেমন?
কেমনে তারে পাইতে হয়? যখন, তখন
এলো মেলো; না কি বন বাদারে ঘুরে বেড়ায়?


পাইলে সহজ ভারি,
না পাইলেই তাবর কঠিন! পাহাড় সমান হিস্সা তার
ইতিহাসে তাই তো মিলে।
তাই যদি হয় সহজ সরল,
চাঁদের বাঁকে আঁধার কেন? রক্ত দানে দিচ্ছে লুটে
ভালোবাসার, ওরা ঘোর কাঙাল।


ধূলিকণা দ্যাখো হাওয়ার সাথে,
মিলেমিশে বালুয়াড়ি, মায়ার টান; কেন টান ধরে যে?
হারিয়ে গেলে ঐ যে প্রেম।
নিলাম না হয় খানিক আকাশ টাকে,
নীলাম্বরী ধারে, যত সামান্য; ভালোবাসা এবার শেখাবে ঠিক
মায়ার টান প্রেম গুলে।


১৪২৩/০৩, কার্তিক/ হেমন্তকাল।