শঙ্খচিলের পথে পথে


কেমন করে যে হারিযে যায়,
রৌদ্র মাখা দিন
খোলা আকাশে মেঘমোল্লার,
গায় বৃষ্টির গান
হাওয়া সে তো খোলা মাঠে,
রণে যাবার রঙ্গে সাজে।


হাঁপর কেটে বাতাস তার,
একটু জিরয় বাঁশঝাড়ে
সেথায় বসে কানি বক,
উড়বে বলে চেয়ে দ্যাখে
উড়ছে ঘুড়ি ঐ যে, ঐ মাঠের পরে,
হাওয়ায় মেঘ যায় উড়ে।


কত কথার বিলাপ হারায়?
শঙ্খচিলের পথে পথে
নদীর ধারে মেঘ বালিকা,
উজান ঢেউয়ে গুন টানে
পথ হারিয়ে পথিক পবন,
হেমন্তের ঐ স্বপ্ন বুনে।


স্বপ্নবোনা বানের ঐ ঘোলা জলে,
মাছের পোনা উঁকে মারে
নেতিয়ে পরে সবুজ ধানের ডোগা,
ঢেউ খেলে যায় খোলা বাতাস
ক্ষেত ভরা ঐ  সবুজ শিষে,
যেন উজল দীঘির পদ্মফুলের ঢেউ।


১৪২৩/০৮, কার্তিক/ হেমন্তকাল।